রাজশাহী

মান্দায় অসহায় যুবককে প্রশাসনের সহায়তা

  প্রতিনিধি ১২ জুলাই ২০২১ , ৭:২১:৩৮ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া অসহায় এক যুবককে সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে তার বাড়িতে সহায়তার খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। অসহায় যুবকের নাম জামাল হোসেন (২৫)।

তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে। পেশায় তিনি একজন পরিবহন শ্রমিক। লকডাউনের কারণে তিনি কর্মহীন হয়ে পড়েন। ঋণের কিস্তি, অন্ত:সত্তা স্ত্রীর চিকিৎসাসহ পরিবারের ভরনপোষণ যোগাতে দিশোহারা হয়ে পড়েছিলেন তিনি।

ওই পরিবারকে খাদ্যসহায়তা প্রদানের সময় মান্দা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হালিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, তেঁতুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার, ইউপি সদস্য বয়েজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে ইউএনও আব্দুল হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যুবক জামাল হোসেনের অসহায়ত্বের বিষয়ে জেনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে ২০ কেজি চালসহ অন্যান্য খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by