ঢাকা

মুকসুদপুরে পদোন্নতি প্রাপ্ত বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২২ , ৬:৫৬:১৬ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়ায় তার বদলীর প্রজ্ঞাপন দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জেলা প্রশাসকের বদলী জনিত বিদায় উপলক্ষে মুকসুদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এলক্ষ্যে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৩ ডিসেম্বর) সকালে ফারুক খান মিলনায়তনে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত সাহার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদ্য বিদায়ী গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির হোসেন মিয়া, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, কৃষি কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান, মুকসুদপুর থানা অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, মুকসুদপুর সরকারি কলেজের সহকারী অধ্যক্ষ ড. কবির হোসেন, সরকারি সাবের মিয়া – জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, টেংরাখোলা কামিল মাদ্রাসার অধ্যাপক মাইনউদ্দীন, মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো.ছিরু মিয়া, যুগ্ম সম্পাদক কাজী মো.ওহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, বাঁশ বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধ মো. মনিরুজ্জামান প্রমুখ।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মো. গোলাম কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.অভিমান্য রায়, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. খায়রুল ইসলাম পাভেল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মোশারফ হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কন্ঠের সম্পাদক মো. শহিদুল ইসলাম শহিদ, প্রচার সম্পাদক মো. দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, স্কুলের শিক্ষক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by