ঢাকা

 মুকসুদপুর উপজেলায় মাটিকামারীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও অফিস উদ্বোধন

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২২ , ৬:৪৬:১৭ প্রিন্ট সংস্করণ

মুকসুদপুর প্রতিনিধি,( গোপালগঞ্জ ):

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় বাটিকামারি গ্রামে আজ সকাল ১০ ঘটিকায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মুক্তিযোদ্ধাদের নাম ফলক এবং মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করা হয় ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সায়লা ফারজানা শিউলি ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান , বীর মুক্তিযোদ্ধা খন্দকার এনায়েত হোসেন , বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত এ কে এম শামসুল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ বদরুদ্দোজা বদর, এডিশনাল এস পি মোঃ শাহিনুর চৌধুরী, এসে এমন ইমাম রাজী টুলু উপজেলা নির্বাহী অফিসার মুকসুদপুর, গোপালগঞ্জ। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা কমান্ডার লেখক ও বুদ্ধিজীবী মোঃ ফিরোজ খান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন কথা সাহিত্যিক, কবি, নাট্যকার ও কলামিস্ট এ কে আজাদ। অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি ( স্পেশাল ব্রাঞ্চ ) মো: মনিরুল ইসলাম। বক্তাগণ তাদের বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অবদান নিয়ে আলোকপাত করেন। বর্তমান প্রজন্মের কাছে সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অনুষ্ঠান কেন্দ্রিক একটি ডকুমেন্টারি ” স্বর্ণাক্ষর” নামে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় । সম্মানিত অতিথিবৃন্দ উক্ত ম্যাগাজিনের মোড়ক সম্মিলিতভাবে উন্মোচন করেন।

আরও খবর

Sponsered content

Powered by