বাংলাদেশ

মেট্রোরেলের সপ্তাহিক ছুটি মঙ্গলবার

  প্রতিনিধি ২ জানুয়ারি ২০২৩ , ৭:৩৭:৪৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

প্রতি সপ্তাহের মঙ্গলবার মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “মানুষের উৎসাহ কমে গেলে এবং তারা অভ্যস্ত হয়ে উঠলে মেট্রোরেলে চলার সময় বাড়ানো হবে। আর রক্ষণাবেক্ষণের জন্য বর্তমানে মেট্রোরেল সপ্তাহে একদিন মঙ্গলবার বন্ধ রাখা হচ্ছে। পুরোদমে চালু হলে সেটা আর রাখা হবে না।”

তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ থেকে পুরোদমে চলবে মেট্রোরেল। এটি তখন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনেই থামবে। আর সপ্তাহে সাত দিনই চলবে।

আরও খবর

Sponsered content

Powered by