দেশজুড়ে

মোরেলগঞ্জে জামায়াতের  ইউনিয়ন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

  প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৫ , ৬:৫৪:৪৪ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে জামায়াতের  ইউনিয়ন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ইউনিয়ন সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে আবু হুরাইরাহ আর্দশ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচন পরিচালক 

মাষ্টার শফিকুল আলম। 

মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে  আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম। 

প্রধান অতিথি  বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে। 

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content