দেশজুড়ে

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ আগস্ট ২০২৩ , ৬:১২:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে শহরে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন রিপোর্টার্সফোরামের সাধারণ সভা ও সম্মেলন শনিবার (২৬ আগস্ট) সকালে
প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলীউর রহমানের সঞ্চালনায়
অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস।


দুই পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সভায় সংগঠনের আয় ব্যয়ের হিসাব উত্থাপিত হলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সাধারণ সভায় নানা আলোচনা সভা শেষে দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী গঠিত হয়।


প্রথম পর্বে উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি আলী আব্বাস বলেন, পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করতে হবে। নিজেদের সুঃখে দুঃখে পাশে থেকে সংগঠন ও সাংবাদিকতার উন্নয়নে ভূমিকা রাখতে হবে। চট্টগ্রামের উন্নয়ন অগ্রগতি তথা অগ্রযাত্রার ইতিবাচক দিক ও সম্ভাবনা তুলে ধরতে সবাইকে আন্তরিক হতে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে পুনরায় কাজী আবুল মনসুর সভাপতি ও আলীউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সিনিয়র সহ-সভাপতি পদে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর হাসান ফেরদৌস, সহ-সভাপতি পদে সি- প্লাস সম্পাদক আলমগীর অপু, যুগ্ম সম্পাদক গ্লোবাল টেলিভিশনের চট্টগ্রাম
ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন সাগর, অর্থ সম্পাদক ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান আইয়ুব আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার সাইফুল্লাহ চৌধুরী, আন্তর্জাতিক সম্পাদক প্রতিনিদিনের সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম, সমাজ সেবা সম্পাদক পদে বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম
পারভেজ, নির্বাহী সদস্য হিসাবে যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, দৈনিক লাখো কণ্ঠের সিনিয়র রিপোর্টার শাহ আজম, ঢাকা প্রতিদিন চট্টগ্রাম ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো প্রধান কামাল পারভেজ ও মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান আলী আহমেদ শাহীন নির্বাচিত হয়।


সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজে সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিআরএফ সাবেক সিনিয়র সহ সভাপতি নিরূপম দাশগুপ্ত, দীপ্ত টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সমাজসেবা সম্পাদক আল রহমান, এশিয়ান টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান সরোয়ার আমিন বাবু, নিউ নেশন চট্টগ্রাম ব্যুরো প্রধান নজরুল ইসলাম প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by