দেশজুড়ে

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম পিআইডি’তে বক্তব্য প্রতিযোগিতা

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২৩ , ৮:১৫:৩৪ প্রিন্ট সংস্করণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম পিআইডি’তে বক্তব্য প্রতিযোগিতা

যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” পালন উপলক্ষ্যে একদিন আগেই চট্টগ্রাম পিআইডি নির্ধারিত বিষয়ে ছাত্র-ছাত্রীদের মাধ্যে বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করে। পরে দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডি’র উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে
বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।


আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডি’র সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমি
পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক মুহাম্মদ শামসুল হক এবং মেট্রোপলিটন কৃষি অফিসার রেটিনা চাকমা, সিনিয়র তথ্য অফিসার নুরুল হক বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন তথ্য অফিসার জিএম সাইফুল ইসলাম।


এসময় চট্টগ্রাম পিআইডির কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by