দেশজুড়ে

মোরেলগঞ্জে ১৭শত শিক্ষক ফেব্রুয়ারি মাসের বেতন আজ পর্যন্ত পায়নি

  প্রতিনিধি ১১ মার্চ ২০২৪ , ৬:৫৪:২৫ প্রিন্ট সংস্করণ

মোরেলগঞ্জে ১৭শত শিক্ষক ফেব্রুয়ারি মাসের বেতন আজ পর্যন্ত পায়নি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা ৩০৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ শত শিক্ষক ফেব্রুয়ারি মাসের মাসিক বেতন আজ পর্যন্ত পায়নি। কাল পহেলা রমজান। আগামীকাল পহেলা রমজান বাজার মূল্য ঊর্ধ্বগতি হওয়া সত্ত্বেও ফেব্রুয়ারি মাসের বেতন হাতে না পাওয়ায় শিক্ষকরা দিশেহারা হয়ে পড়েছেন।

কোন শিক্ষকই রোজার বাজার করতে পারছেন না। বেতন না হওয়ার ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ই এফ টিতে বেতন হয় তাই প্রত্যেক শিক্ষকের অ্যাকাউন্ট আপডেট করার কথা বলে আজ মাসের ১১ দিন অতিবাহিত হলেও শিক্ষকদের বেতন করার জন্য কোন মাথা ব্যথা নাই। দুর্বিষহ এ জীবন যাপনের জন্য এবং রোজার বাজার করতে না পারার জন্য শিক্ষা অফিসারকে দায়ী করেন।

জেলা নয়টি উপজেলার মোরেলগঞ্জ ব্যতীত আর কোন উপজেলাতেই এমন ঘটনা ঘটেনি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান বলেন, রাজস্ব খাতের বেতন কেন তারা এখন পর্যন্ত পাবে না আমি জানিনি তবে খোঁজ নিয়ে দেখছি।

এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার মো: শাহ আলম বলেন, উপজেলার এতগুলো শিক্ষক বেতন পায়নি কোন শিক্ষকই তো আমাকে জানাননি এমনটি হওয়ার কথা ছিল না কেন এরকম হল আমি খোঁজ নিয়ে দেখতেছি।

আরও খবর

Sponsered content

Powered by