আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়িতে আগুন দিল জনতা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে চালকবিহীন গাড়িতে আগুন দিল জনতা

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ‘ওয়েমো’র একটি চালকবিহীন গাড়িতে জনতা আগুন ধরিয়ে দেয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷শনিবার রাতের  দেশটিতে চালকবিহীন গাড়িতে হওয়া এটিই সবচেয়ে বড় হামলা৷

মাইকেল ভ্যান্ডি নামের এক ব্যক্তি ঘটনাটির ভিডিও এক্স-এ প্রকাশ করেছেন৷ রয়টার্সকে তিনি বলেন, ঘটনার সময় লোকজন আতশবাজি পুড়িয়ে চীনা নববর্ষ উদযাপন করছিল৷ এই সময় এক ব্যক্তি গাড়ির হুডে উঠে কাচ ভেঙে ফেলেন৷

ভ্যান্ডির ভিডিওতে গাড়িটি আগুনে পুড়তে ও সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে৷

ওয়েমো বলছে, গাড়ির ভেতরে কেউ একজন আতশবাজি ছুড়ে মারায় আগুন ধরে যায়৷

দমকল বিভাগও বলছে, আতশবাজির কারণে আগুনের সূত্রপাত হয়েছে৷ ‘‘গাড়িতে কোনো আরোহী ছিল না এবং কেউ আহত হয়নি,” বলেও জানানো হয়েছে৷

সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগ বলছে, আগুনের কারণ জানতে তদন্ত চলছে৷ কাউকে আটক করা হয়েছে কিনা তা জানায়নি পুলিশ৷

গতবছর জেনারেল মোটর্স কোম্পানির চালকবিহীন গাড়ি ‘ক্রুজ’ একজন পথচারীকে টেনে নিয়ে গিয়েছিল৷ এরপর থেকে চালকবিহীন গাড়ির প্রতি মানুষের বৈরী আচরণ বাড়ছে৷

আরও খবর

Sponsered content

Powered by