দেশজুড়ে

রংপুরে ভুয়া নিয়োগ ও পুলিশ পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ১

  প্রতিনিধি ৩০ মে ২০২১ , ৭:০২:৫৭ প্রিন্ট সংস্করণ

রংপুর ব্যুরো:

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ শনিবার রাতে ডিসি অফিসের কর্মচারী পরিচয়ে প্রতারণা, ভুয়া নিয়োগ বাণিজ্য ও পুলিশ পরিচয়সহ নানা অভিনব কায়দায় প্রতারণাকারী আন্তঃজেলা কুখ্যাত প্রতারক নুরে আলম ওরফে রিপনকে নীলফামীর কিশোরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে। রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আরপিএমপির উপ পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

আরপিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মো. ফারুক আহমেদ জানান, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন গাড়াগাঁও ইউনিয়নের পূর্ব দলিরাম কর্নেল সাহেবের লিচুর বাগান থেকে মো. বদির উদ্দিনের পুত্র প্রতারক চক্রের সদস্য মো. নুরে আলম ওরফে রিপনকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি মো. নুরে আলম ওরফে রিপন বিভিন্ন সময় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, রংপুর ডিসি অফিসের কর্মকর্তা পরিচয়ে রংপুর মহানগরীসহ বিভিন্ন জেলার লোকদের সরকারি চাকরি দেয়ার কথা বলে অর্থ আত্মসাৎ করে।

এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নানা ধরণের প্রতারণার অভিযোগ আছে। সে দীর্ঘদিন থেকে ভুয়া নিয়োগ বাণিজ্য ও ভুয়া পুলিশ পরিচয়সহ নানা অভিনব কায়দায় প্রতারণা করে সাধারণ মানুষকে ঠকিয়ে বিভিন্ন কৌশলে অর্থ আত্মসাৎ করে আসছে। তার পিসিপিআর যাচাই করে তার বিরুদ্ধে ৪ টি মামলা পাওয়া গেছে।

আরও খবর

Sponsered content

Powered by