দেশজুড়ে

বিজয়নগরে এস এ পরিবহনে ভারতীয় পণ্য জব্দ

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ৮:০৮:৩৩ প্রিন্ট সংস্করণ

বিজয়নগরে এস এ পরিবহনে ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে ভারতীয় পণ্যসহ এস এ পরিবহন আটক করেছে বিজয়নগর উপজেলা প্রশাসন।

১৭ই এপ্রিল সকাল ১০.৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক এর নেতৃত্বে বর্ডারগার্ড বাংলাদেশ এর সদস্য জেসিও-৯১৭৯ সুবেদার মোহাম্মদ ফোরকান উদ্দিন সহ সংগীয় ফোর্স এবং বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম সহ তার সংগীয় ফোর্স এর উপস্থিতিতে টাস্কফোর্স অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানীকৃত নিম্নলিখিত বিভিন্ন ধরণের ভারতীয় মালামাল এস এ পরিবহনের মাধ্যমে পাচারকালে আটক করা হয়। এ ব্যাপারে বিজয়নগর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর হক জানান, উপজেলাটি সীমান্তবর্তী হওয়ায় মাদকের আনাগোনা আছে মর্মে পুলিশ বিজিবি সহ যৌথ অভিযান পরিচালনা করে, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে মালামাল জব্দ করতে সক্ষম হই । নিয়মিত মামলার রজু হয়েছে। আমাদের এই অভিযান চলমান আছে ও থাকবে ।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন, কোন আসামি গ্রেফতার করা যায়নি তবে দুইজন আসামির নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by