দেশজুড়ে

রংপুরে ৯২০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা

  প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২০ , ৫:২৫:৫০ প্রিন্ট সংস্করণ

রংপুর প্রতিনিধি: ফ্রেন্ডস অফ হিউম্যানিটি (এফওএইচ) ইউএসের আর্থিক সহযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বস্তিবাসী শিশুদের পরিবারবর্গ, শিক্ষক শিক্ষিকা এবং কর্মকর্তা-কর্মচারীদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর। এ খাদ্য সামগ্য বিতরণ করা হয় শনিবার সকালে হিড কার্যালয়ে। কর্মসূচীর আওতায় শনিবার সকালে ৯২০ পরিবারের মাঝে ২০ কেজি চাল, ৫ কেজি  আটা, ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ২ কেজি পিয়াজ, ১ কেজি লবন, ৫ কেজি আলু এবং সাবান ও চাপাতাসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- হিউম্যানিটি ইন ডিসট্রেস (হিড) রংপুর সংস্থার নির্বাহী পরিচালক ও রংপুর সিটির ২৭নং ওয়ার্ড কাউন্সিলর হারুন-অর-রশিদ, ভাইস-প্রেসিডেন্ট এম.এ.বারী, সহকারী পরিচালক মো. শরফুদ্দিন। এর আগে সৈয়দপুরে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি।

আরও খবর

Sponsered content

Powered by