চট্টগ্রাম

দুই বছর পর ভোরের দর্পণ সীতাকুণ্ড প্রতিনিধি কামরুল ইসলাম দুলু’র ফোন উদ্ধার করলেন পিবিআই

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৩ , ৭:০৯:৩২ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে হারিয়ে যাওয়ার ২ বছর ১ মাস ২০ দিন পর মোবাইল ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উদ্ধারের পর রোববার রাতে ফোনের মালিক সাংবাদিক কামরুল ইসলাম দুলু’র হাতে এটি হস্তান্তর করা হয়েছে। জানা গেছে, ২০২০ সালের ২১ শে ডিসেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বাসে তার মোবাইলটি হারিয়ে যায়। ওই দিনই তিনি সীতাকুণ্ড থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাটি তদন্তভার পান থানার এসআই মামুন। মোবাইলটি বন্ধ থাকায় তখন সেটা উদ্ধার করা সম্ভব হয়নি। দুই বছর পর সোমবার (২৯ জানুয়ারী ২০২৩ ইং) আবার মোবাইল উদ্ধারে আবেদন করা হয় পিআইবি চট্টগ্রাম জেলা বরাবরে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান এর সহযোগীতায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহাদাত হোসেন ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১২ ঘন্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছে ফোনের সন্ধান পান। পিবিআই কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, প্রযুক্তির সহায়তায় তিনি হারিয়ে যাওয়া অনেক স্মার্ট ফোন উদ্ধার করেছেন। তিনি বলেন, দুই বছরের বেশি সময় পরে হলেও হারিয়ে যাওয়া ফোনটি উদ্ধারের পর মালিককে ফেরত দেওয়া সম্ভব হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by