দেশজুড়ে

রাউজানে আরো একজনের করোনা শনাক্ত, বাড়ি লকডাউন

  প্রতিনিধি ১৭ মে ২০২০ , ৫:০৮:২১ প্রিন্ট সংস্করণ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে আরো একজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। উপজেলার ১ নং হলদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জামাল পোস্ট মাস্টার বাড়ির সিএনজি চালক মোঃ রুবেল এর স্ত্রী রুপসী আকতারের নমুনায় করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন হলদিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম।

তিনি বলেন, রুপসী আকতার নাজিরহাট কলেজে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তার অপারেশন সম্পন্ন হয়। পরে তার শরীরে জ্বর আসায় হাটহাজারীতে তার নমুনা পরীক্ষা সংগ্রহ করা হয়।

রবিবার রুপসী আকতারের শরীরে করোনা সংক্রমণের বিষয়টি জানান, রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর আলম ডীন। বিষয়টি রাউজানের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীকে অবহিত করার পর রাউজান উপজেলা প্রশাসন বাড়িটি লকডাউন করেন।

সাংসদের নির্দেশে রুপসী আকতারের পরিবারে খাদ্য সহায়তা নিয়ে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম ও রাউজান উপজেলা যুবলীগ নেতা হাসান মুরাদ রাজু।

আরও খবর

Sponsered content

Powered by