দেশজুড়ে

রায়পুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান,২টি গোডাউন সিলগালা

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ৭:৫৯:০২ প্রিন্ট সংস্করণ

রায়পুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান,২টি গোডাউন সিলগালা

রায়পুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ৩ লাক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও ২টি গোডাউন সাময়িক সিলগালা করা হয়েছে। 

১৩ই মার্চ (বৃহস্পতিবার) দুপুরে পৌর শহরের গাজী মার্কেটে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও কেমিক্যালযুক্ত খাবার বিক্রর অভিযোগ মা স্টোর ও সবুজ স্টোর থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল জব্দ করা হয়। 

 জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান খানের সহযোগিতায়,নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার(ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে নিম্নমানের   অনুমোদনহীন পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য মজুদ, শিশুদের জন্য তৈরিকৃত নিম্নমানের ভেজাল পণ্য মজুদ ও বিক্রয়ের অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ৩টি মামলায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক আদায় করা হয়৷

একই সাথে দুইটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়।  মা স্টোরের মালিক সেলিমের ২ লক্ষ, সবুজ স্টোর মালিক সবুজের ১ লক্ষ ও আশরাফুল নামের অপর ব্যক্তির ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়। 

অভিযানকালে লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ডা: সুমদুর চক্রবর্তী ও সংস্থাটির অন্যান্য সাপোর্ট স্টাফ, সেনা বাহিনী, রায়পুর থানার পুলিশ  সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content