বাংলাদেশ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা দ্রৌপদী মুর্মুর

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৬:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা দ্রৌপদী মুর্মুর

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্য কামনা করেছেন ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর আগে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে বুধবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার (ওপেন হার্ট সার্জারি) সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এক বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, আপনার সাম্প্রতিক অস্ত্রোপচারের বিষয়ে আমি অবগত হয়েছি। অস্ত্রোপচারের পর আপনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন জেনে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, ভারতীয় জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার নিয়মিত শারীরিক ও মানসিক উন্নতি কামনা করছি। এ সময়ে ভবিষ্যতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন দ্রৌপদী মুর্মু।

এর আগে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বুধবার সকালে বিশিষ্ট শল্যবিদ অধ্যাপক কফিদিস থিওডোরোসের তত্ত্বাবধানে রাষ্ট্রপ্রধানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি এখন পোস্ট অপারেটিভ (অস্ত্রোপচার–পরবর্তী) ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার চেতনা ফিরেছে। তিনি ভালো আছেন।

গত সোমবার (১৬ অক্টোবর) উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন সকাল ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের এক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আরও খবর

Sponsered content

Powered by