আন্তর্জাতিক

রুশ টিভির সেই সাংবাদিককে জরিমানা

  প্রতিনিধি ১৭ মার্চ ২০২২ , ৬:১০:২৫ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রুশ টেলিভিশন চ্যানেলের লাইভে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ানো সেই রুশ সাংবাদিক মারিনা ওভসায়ানিকোভাকে মস্কোর একটি আদালত ৩০ হাজার রুবল (২৮০ ডলার) জরিমানা করেছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, তাকে আদালতে হাজির করার পর ওই ঘটনায় শুনানি শেষে এ জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দেওয়া রায়ে মস্কোর ওস্তাকিনস্কি জেলা আদালতের বিচারক বলেন, তিনি আইন লঙ্ঘন করেছেন। এজন্য তাকে ৩০ হাজার রুবল জরিমানা করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ানে’ সংবাদ পাঠ অনুষ্ঠান চলার সময় সংবাদ পাঠিকার পেছনে যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড হাতে দাঁড়ান মারিনা। তিনি চ্যানেলটির অন্যতম সম্পাদক।

মারিনার প্রদর্শিত সেই প্ল্যাকার্ডে লেখা ছিল- যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রোপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা আপনাকে মিথ্যে বলছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এ ঘটনায় মারিনার বিরুদ্ধে ‘আনঅথরাইজড পাবলিক ইভেন্ট’ আয়োজনের অভিযোগ আনা হয়।

আরও খবর

Sponsered content

Powered by