বিনোদন

অভিনয়কে বিদায় জানালেন তাহসান, কিন্তু কেন?

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৫:৪৩:৪৪ প্রিন্ট সংস্করণ

তাহসান খান বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা ও জনপ্রিয়তা। সর্বশেষ তিনি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। যে ক’টি নাটক ও সিনেমায় কাজ করেছেন সবকটিতেই ছিল সাফল্য। পেয়েছেন দর্শকদের ভালোবাসাও।

সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি! কিন্তু কেন?

দৈনিক আমাদের সময় অনলাইনকে তাহসান বলেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে মন ও চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায়ও তাই। আমি মনে করি, আমার যে বয়স, সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তা ছাড়া সংগীত আমার কাছে সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে অনিয়মিত কাজ করছি সংগীতে। এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাই।’

দীর্ঘদিন সংগীত, অভিনয় ও মডেলিং একই সঙ্গে করছিলেন। এখনো চাইলেই পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না। তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। আর গত কয়েক মাস ধরেই কিন্তু অভিনয়ে সময় দেওয়া হয়না। এই সময়টাতে কাজও করা হয়নি। সেজন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এ বিরতি দু-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে আর অভিনয় না করলেও আমার কোনো কষ্ট থাকবে না।’

তাহলে কী আভিনয়ে আর আপনাকে দেখা যাবে না? উত্তরে জনপ্রিয় এই গায়ক-অভিনেতা বলেন, ‘একদমই দেখা যাবে না, সেটা বলবো না। অনুরোধ আর মনের মতো কাজ হলে অভিনয় করা হবে। সেটা ওটিটি প্ল্যাটফর্ম বা নাটক-সিনেমায় যেখানেই হউক।’

অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে।’

আরও খবর

Sponsered content

Powered by