দেশজুড়ে

রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৪ , ৪:১৭:১০ প্রিন্ট সংস্করণ

রূপগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

৫ নভেম্বর মঙ্গলবার রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধনা দেয়া হয়। পিতলগঞ্জ চেয়ারম্যান বাড়ী পার্ক এন্ড রিসোর্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘবের আইডিয়াল হাইস্কুলের সভাপতি ও রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ। 

সভায় বক্তব্য রাখেন ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন,যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ, আব্দুল হক ভুঁইয়া স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুল হক ভুঁইয়া, পূর্বাচল প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল-মামুন, বাঘবের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুঁইয়া, শিক্ষক কল্যাণ সমিতির মোহাম্মদ মেহেদী হাসান, এনামুল হক সিকদার, সোহেল রানা, নোয়াব ভুঁইয়া, শামীম আহম্মেদ, নজরুল ইসলাম, আবুল বাকের, মিজানুর রহমান, সাগর আহম্মেদ মানিক প্রমুখ। 

পরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও সম্মাননা পদক বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। 

আরও খবর

Sponsered content