রাজশাহী

পোরশায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

  প্রতিনিধি ১৪ আগস্ট ২০২০ , ৬:৩০:১৯ প্রিন্ট সংস্করণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: জনগণের সেবার জন্য বিট পুলিশিং। সারাদেশে পুলিশের সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইজিপি বেনজীর আহমেদের নির্দেশনায় ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। এতে মানুষ সহজেই পুলিশের সেবা পাবেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ১নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে কথাগুলি বলেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। এসময় তিনি বিট পুলিশিং কার্যক্রমকে সফল করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ জনগণের সহযোগীতা কামনা করেন। এর পূর্বে তিনি কেক কেটে উপজেলার ১ম বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার বিনয় কুমার। পোরশা থানার আয়োজনে থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল কালাম শাহ্ চৌধুরী ও প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব। অন্যান্যের মধ্যে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম শাহ্, ফখরুদ্দিন আলী আহমেদ, শাহাদাত শাহ্ ও বজলুর রহমান, এসআই শীতল কুমার, এসআই সাখাওয়াত হোসেন, রোস্তম আলী, আতিকুল ইসলাম, বারিক, আব্দুল মান্নান, কোরবান আলী ও এরশাদ, এএসআই সানোয়ার, সাজ্জাদ, আহসান ও মেহেদী হাসান, মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by