বাংলাদেশ

আর্জেন্টিনাকে সমর্থন দিতে কাতার যাচ্ছেন সাকিব সাথে তামিম

  প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২২ , ৫:৫৮:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

নিজেরা ক্রিকেটার, তবে ফুটবলেরও বড় সমর্থক। বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালকে নিয়ে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের প্রিয় দল আর্জেন্টিনা। আর ব্রাজিলের পাড় ভক্ত ওয়ানডে অধিনায়ক তামিম।

আগামী ২৫ নভেম্বর কাতারের লুসাইল স্টেডিয়ামে সার্বিয়ার মুখোমুখি হবেন নেইমাররা। সেই খেলা মাঠে বসে উপভোগ করতে কাতার যাচ্ছেন এই ওপেনার। কাতার যাত্রায় তামিমের সঙ্গী হচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব। ২৬ নভেম্বর আর্জেন্টিনা ও মেক্সিকোর গ্রুপ পর্বের ম্যাচটি মাঠে বসে দেখবেন তিনি। সে ম্যাচটিও হবে কাতারের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম লুসাইলে।

এদিকে নির্বাচক হাবিবুল বাশারও বিশ্বকাপের খেলা দেখতে কাতার যাবেন। তার প্রিয় দল ব্রাজিল। সাবেক এই অধিনায়ক বিশ্বকাপের খেলা দেখতে যাবেন ২৭ নভেম্বর। ২৮ নভেম্বর পর্তুগাল-উরুগুয়ে, ৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড ও ২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুনের খেলা দেখবেন তিনি।

আরও খবর

Sponsered content

Powered by