দেশজুড়ে

লংগদুতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

  প্রতিনিধি ৭ নভেম্বর ২০২৪ , ৩:৩২:২০ প্রিন্ট সংস্করণ

লংগদুতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৪ পালন করেছে রাঙ্গামাটির লংগদু  উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয়ে রাজপথে নেমে এসেছিল।

আজ ৭ নভেম্বর (বৃহস্পতিবার)  সকাল দশটায় উপজেলার হাসপাতাল রোড থেকে একটি বর্ণাঢ্য শান্তি র‍্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এসে আলোচনা সভায় একত্রিত হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রাঙ্গামাটি জেলা বিএপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুু নাছির।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি জানে আলম, বিএনপি নেতা শাহ আলম মুরাদ, উপজেলা বিএনপির সাংগঠিনক সম্পাদক আবুল কাসেমসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি এ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

এসময় বক্তারা বলেন,  ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সংঘটিত সিপাহী জনতার বিপ্লবকে স্মরণ রেখে এই দিবসটি পালন করা হয়। ১৯৭৫ সালে এই দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে  বন্দিদশা থেকে মুক্ত করেন যা পরবর্তী সময়ে তাঁর ক্ষমতায় আসার পথ সুগম করেছিল। আমরা সেই জিয়ার সৈনিক। দেশ পুনরায় সমৃদ্ধশীল করতে বাংলাদেশ জাতীয়বাদীদল বিএনপি সর্বদা কাজ করে যাবে ।

আরও খবর

Sponsered content