দেশজুড়ে

নকলায় ৫৫ বাড়ি লকডাউন

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৪:৫৩:৫৬ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর) প্রতিনিধি: করোনা রোগী সনাক্ত হওয়ায় উপজেলার চর ভাবনা গ্রামের ৫৫বাড়ি লকডাউন করা হয়েছে জানা গেছে, চর ভাবনা গ্রামের গৃহবধু সফুরা ২০) ময়মনসিংহ হাসপাতালে পরীক্ষা করে করোনার নমুনা সনাক্ত করা হয় তার গর্ভে ভূমিষ্ট হওয়ার এক শিশু সন্তান ২০ এপ্রিল ভোর বেলা মারা যায়

ডাক্তার বলছেন, সফুরার শরীরে করোনা পাওয়া গেলেও শিশুর শরীরে নেই প্রশাসন সফুরার বাড়ি আশে পাশের ৫৫ বাড়ি লকডাউন করেছে উপজেলা স্বাস্থ্য .. কর্মকর্তা ডাক্তার মোঃ মজিবর রহমান জানান, এপর্যন্ত ৭৭জনের নমুনায় নকলা হাসপাতালের অধীন মাত্র দুজন ডাক্তারের করোনা ধরা পড়ে

ডাক্তার হলেন, সৌরভ কুমার সাহা আবাসিক মেডিকেল অফিসার নকলা, আব্দুল্লাহ আল নোমান আবাসিক মেডিকেল অফিসার নকলা এদিকে আরো ২জন রোগীর নমুনায় করোনা ধরা পড়লেও ময়মনসিংহ থেকে আমাকে জানানো হয়েছে রোগীর সঠিক সন্ধান নাম ঠিকানা পাচ্ছি না বলে জানালেন ডাঃ মজিবুর রহমান

 

 

আরও খবর

Sponsered content

Powered by