প্রতিনিধি ১৯ জানুয়ারি ২০২৫ , ৭:৫১:১৯ প্রিন্ট সংস্করণ
রাঙ্গামাটির লংগদু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৪ টায় উপজেলার মাইনীমুখ বাজার বিএনপির দলীয় কার্যালয়ে লংগদু উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হালিম এর সঞ্চালনায় ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ মেম্বার,
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ওলামা দলের সভাপতি সোহেল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি মোঃ জহির উদ্দিন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, উপজেলা তাঁতীদলের সভাপতি মোঃ আবু তাহের আবু, উপজেলা ছাত্র দলের সভাপতি রায়হানুল হক ইমন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলম সহ প্রমুখ্য। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, সাম্প্রতিক সময়ে একটি মহল বিএনপির বিরুদ্ধে নানাবিধ ভূয়া তথ্য দিয়ে কুৎসা রটনায় মশগুল রয়েছেন। তাই সকলের লক্ষ্য করে তিনি বলেন বিএনপির মধ্যে যেন কোন আওয়ামী এজেন্টা ডুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। কোন বিশৃঙ্খলাকারীকে দলের পক্ষ থেকে ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।
বক্তারা বলেন, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। কোন অবস্থাতেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করতে হুশিয়ার করা হয়। সকল নেতাকর্মীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি ইতিবাচক রাখার লক্ষ্যে প্রত্যেক ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।