চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতিকর্মী হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভা

  প্রতিনিধি ১২ নভেম্বর ২০২০ , ৬:১১:১৪ প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রতিভাবান তরুণ কবি ও সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন হত্যার প্রতিবাদে শোক মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মোড় থেকে শোক মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক টিএ রোড প্রদক্ষিণ শেষে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্বপন এর সভাপতিত্বে ও বিক্ষুব্ধ সংস্কৃতি সমাজ-ব্রাহ্মণবাড়িয়া এর আহবায়ক মনিরুল ইসলাম শ্রাবণ এর সঞ্চালনায় সংহতি প্রকাশ কওে নানা শ্রেণী পেশার মানুষ বক্তব্য রাখেন। উল্লেখ্য গত ৯ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের আলিয়ারা গ্রামে সরকারি খালে বাঁধ দেয়ার প্রতিবাদ করায় ধারালো অস্ত্রের বেধড়ক আঘাতে খুন করা হয় তরুণ কবি ও মৃত সৈয়দ শিব্বির আহমেদ এর বড় ছেলে মাস্টার্স পড়–য়া সংস্কৃতিকর্মী সৈয়দ মোনাব্বির আহমেদ তনন।

আরও খবর

Sponsered content

Powered by