দেশজুড়ে

লংগদুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:০৮:৪৫ প্রিন্ট সংস্করণ

লংগদুতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদু উপজেলা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের সাথে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৮ ফেব্রুয়ারি (শনিবার) বেলা দেড়টায় লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রাঙ্গামাটির বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ এর সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কফিল উদ্দিন মাহমুদ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তানবীর আহসান এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মতো শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন -রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মিনহাজ মোরশিদ,  উপজেলা বিএনপির সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নাছির উদ্দীন প্রমূখ্য।

এছাড়াও বক্তব্য রাখেন, লংগদু উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, প্রবীণ সাংবাদিক ও মৌজা হেডম্যান  মো. এখলাস মিঞা খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর শাহনেওয়াজ চৌধুরী, লংগদু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিক্রম চাকমা বলী, কালাপাকুইজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বারেক দেওয়ান, ইউপি মেম্বার মো. দেলোয়ার হোসেন, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুন ইবনে মিজান,  মুফতি আব্দুল মান্নান ও কলিন্স চাকমা । 

এসময় জুলাই বিপ্লবের স্মৃতি চারণ করেন জুলাই বিপ্লবের চক্ষু হারানো মো. আমানুল্লাহ আমান ও আব্দুল কাদের। এসময়ে বক্তব্যে আমানুল্লাহ বলেন,  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের দেশকে স্বাধীন করা হয়েছিল। আর জুলাই বিপ্লবের মাধ্যমে ছাত্র দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন। কিন্তু সেই স্বৈরাচারের দোসরদের বিচার আমরা পাইনি। 

আব্দুল কাদের বলেন, আমরা মহান মুক্তি সংগ্রাম দেখিনি, কিন্তু আমি আমার চোখের সামনে নির্মম ভাবে পাখির মতো গুলি খেয়ে মরতে দেখেছি, সহযোদ্ধাদের কুপিয়ে হত্যা করতে দেখেছি।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের  কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, হেডম্যান, কারবারি, সকল ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তাগণ (সচিব), সদস্যবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবসহ গণমাধ্যমকর্মী ও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে জুলাই বিপ্লবে ছাত্র জনতার গণঅভ্যুথানে আহত ছাত্র মো. আমানুল্লাহ, কামরুল হাসান কাদের, ওসমান হারুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন রাঙ্গামাটির  জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিব উল্লাহ।

আরও খবর

Sponsered content