দেশজুড়ে

বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত একজনের মৃত্যু

  প্রতিনিধি ২১ জুন ২০২২ , ৪:২৮:০৭ প্রিন্ট সংস্করণ

হেলিকপ্টার থেকে ত্রাণ বিতরণ করার সময় ধারণ করা ভিডিও ফুটজে থেকে সংগ্রহ করা ছবি। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্কঃ

বন্যা কবলিত এলাকা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যার্তদের মাঝে বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় বিপ্লব মিয়া (৬০) নামে এক আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতি।

নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, গতকাল সোমবার (২০ জুন) বিমানবাহিনীর ত্রাণ বিতরণের সময় আহত হলে বিপ্লব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অবস্থা অবনতি হলে তাকে আজ মঙ্গলবার (২১ জুন) ভোরে সিলেটে স্থানান্তর করা হয়।

তিনি আরো জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে সিলেট রাগিব আলী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের বাসিন্দা আব্দুস শহীদের ছেলে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. মির্জা রিয়াদ হাসান নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের বেশিরভাগই ঘাড়ে ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। অন্যান্য আহতদেরকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা বলেন, ত্রাণ বিতরণের জন্য এয়ারফোর্সের একটি হেলিকপ্টার তাহিরপুরে এসেছিল। বন্যার পানির কারণে সদরের কোনো স্থানে নামতে না পারায় আকাশ থেকেই তারা ত্রাণের বস্তা মাটির দিকে নিক্ষেপ করে। বানবাসি মানুষগুলো ওই ত্রাণ দুই হাতে গ্রহণ করার জন্য ছুটে যায়। এসময় কে কার আগে ত্রাণ সংগ্রহ করবেন, সেই ধাক্কাধাক্কিতে ১০ জন আহত হয়।

আরও খবর

Sponsered content

Powered by