দেশজুড়ে

লংগদুতে দুই ইট ভাটায় জরিমানা

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৭:৫৮:৫৬ প্রিন্ট সংস্করণ

লংগদুতে দুই ইট ভাটায় জরিমানা

রাঙ্গামাটির লংগদুতে দুইটি ইটভাটার মালিককে অবৈধ ইট ভাটা পরিচালনার দায়ে  নগদ ৭০ হাজার টাকা জরিমানা সহ ইটভাটার চুল্লী ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

১৮ ডিসেম্বর (সোমবার) লংগদু উপজেলার ৪নং বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকায়  বিকেবি ও দাইয়ান ব্রিকস 

নামে দুইটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যান আদালত।

অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোৌ মাসুদ রানা। এসময় লংগদু থানার এসআই মোঃ রফিকুল ইসলাম সহ পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কোন অনুমোদন ছাড়াই ইটভাটা তৈরী করে ইট পোড়ানোর কাজ করে যাচ্ছে ভাটার মালিকগন। এতে অবাদে বনের কাঠ জ্বালিয়ে ইট পোড়ানো হচ্ছে, সেই সাথে কাটা হচ্ছে পাহাড়ের মাটি। বৈধ লাইসেন্স ছাড়াই কোন রকম নিয়ম নীতির তোয়াক্কা না করেই ইট ভাটার কার্যক্রম চালাচ্ছিল মালিকগন।

অভিযান পরিচালনা কালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ধারা ১৪ অনুযায়ী ইট ভাটার মালিক দাইয়ান ভান্ডারীকে নগদ ১০(দশ) হাজার এবং বিকেবি ব্রিকসকে ৬০ (ষাঁট) হাজার টাকা জরিমানা, ইট ভাটার চুল্লী ধ্বংস করা সহ উক্ত ভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ রানা। 

উল্লেখ্য যে, এনিয়ে গত এক সপ্তাহের ব্যবধানে লংগদুতে চারটি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করে জরিমানা ও কার্যক্রম বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত।