বাংলাদেশ

করোনার টিকা ২০ লাখ ডোজ এলো বিশেষ বিমানে

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২১ , ১১:৫৪:৪৩ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ
ভারতের দেওয়া উপহার ২০ লাখ ডোজ করোনার টিকা বিশেষ ফ্লাইটে  বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এয়ার ইন্ডিয়ার  বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ভ্যাকসিনের প্রথম চালান। নয়াদিল্লির উপহার সেরামের তৈরি অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন  এতে রয়েছে।

এর ফলে চলতি মাসেই শুরু হবে টিকাদান কর্মসূচি। প্রয়োগের প্রথম দিন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ২৫ জনকে দেওয়া হবে এ ভ্যাকসিন। পরদিন দেওয়া হবে আরও ৫০০ জনকে। তাদের কিছুদিন নজরদারিতে রাখার পর ফেব্রুয়ারির প্রথম দিকে পুরোদমে শুরু হবে টিকাদান কর্মসূচি। তবে সুরক্ষা অ্যাপে নিবন্ধন ছাড়া কোনোভাবেই ভ্যাকসিনেশনের আওতায় আসা যাবে না।

এদিকে বুধবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান জানান, চলতি মাসেই কুর্মিটোলায় হাসপাতালে ফ্রন্টলাইনারসহ ২৫ জনকে দিয়েই শুরু হবে কার্যক্রম। পরদিন তিনটি হাসপাতালে থেকে দেওয়া হবে আরও চার থেকে ৫০০ জনকে। এদের কয়েক দিন নজরদারিতে রেখে শুরু হবে মূল কার্যক্রম।

প্রথম মাসে ৬০ লাখ দ্বিতীয় মাসে ৫০ লাখ ডোজ আবার তৃতীয় মাসে প্রথম মাসের প্রথমবারে যারা নিয়েছেন সেই ৬০ লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাপাতালের বাইরে কোনো প্রাইভেট হাসপাতালে  দেওয়া হবে না এ ভ্যাকসিন। এমনকি অ্যাপ ছাড়া ভ্যাকসিনেশনের আওতায় আসা সম্ভব না বলে জানান তিনি।

আরও খবর

Sponsered content

Powered by