দেশজুড়ে

লংগদুতে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৪ , ৪:৩৩:৪৬ প্রিন্ট সংস্করণ

লংগদুতে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে নুসাইবা আজাদ আফরা নামের ৪ বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের পশ্চিম জারুলবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা আজাদ আফরা পশ্চিম জারুল বাগান এলাকার মোঃ আজাদ হোসেনের কন্যা।

জানা গেছে, রবিবার সকালে ৪ বছরের কন্যাশিশু নুসাইবা আজাদ আফরা প্রতিদিনের মতোই বাড়ির পাশে খেলতে গিয়েছিল। একপর্যায়ে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায়।

পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের কাপ্তাই লেকের পানি থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুসাইবা আজাদ আফরাকে মৃত ঘোষণা করেন।

ইবনে সিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মানসুরুর রহমান জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আরও খবর

Sponsered content