চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

  প্রতিনিধি ২৮ জুলাই ২০২২ , ৪:৪৪:০৫ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

“বৃক্ষপ্রাণে প্রকৃতি প্রতিবেশ, আগামী প্রজন্মে টেকসই বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে জেলা প্রশাসন ও নোয়াখালী-লক্ষ্মীপুর বনবিভাগের যৌথ আয়োজনে স্টেডিয়াম প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা।

নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ আলম, জেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সহকারি বন সংরক্ষক ফিরোজ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ। মেলায় প্রায় ৩ শতাধিক প্রজাতির বনজ ফলজ ও ঔষধি গাছ নিয়ে ৪০ টি স্টল অংশ নেয়।

আরও খবর

Sponsered content

Powered by