দেশজুড়ে

লংগদুতে বিএনপির বর্ধিত সভা  অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৪ , ৪:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ

লংগদুতে বিএনপির বর্ধিত সভা  অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় কার্যক্রমকে গতিশীল ও তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে, লংগদু উপজেলা বিএনপির আয়োজনে বর্ধিত সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এমএ হালিমের সঞ্চালনায়, সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ- সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি বাবু দীপন তালুকদার দীপু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সস্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ আবু নাছির সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়ে সভার বক্তারা বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আওয়ামী সরকারের অনেক নির্যাতন আর জুলুমের মধ্য দিয়ে পার করেছেন। তারপরেও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ভেঙ্গে পড়েনি। আগামী দিনে শান্তি সম্প্রীতির একটি বাংলাদেশ গড়তে, দলকে এবং দলের নেতা কর্মীদের নিয়ে  এই বর্ধিত সভা করা হচ্ছে। তারা বলেন বিএনপি কখনো হিংসার রাজনীতি করেনা।
বক্তারা বলেন,দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গড়তে হবে।

আরও খবর

Sponsered content