বাংলাদেশ

শপথ নিলেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের দুই এমপি

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৪ , ৫:২৭:২৮ প্রিন্ট সংস্করণ

শপথ নিলেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের দুই এমপি

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দুজন সদস্য শপথ নিয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নিচতলায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। শপথগ্রহণ শেষে তারা শপথ বইয়ে সই করেন।

এর আগে দুপুর সাড়ে ৩টায় শপথ নেন আওয়ামী লীগের ৪৮ জন সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সংরক্ষিত নারী আসনে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, নির্বাচন কমিশন সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। এরপর মঙ্গলবার নির্বাচনী ফলাফলের গেজেট প্রকাশ করা হয়। গেজেটের কপি নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়।

আরও খবর

Sponsered content

Powered by