দেশজুড়ে

লক্ষ্মীপুরে যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করতে কর্মী সভা

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২৪ , ৪:০২:৩০ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করতে কর্মী সভা

লক্ষ্মীপুরে যুবলীগকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

ঢাকা-লক্ষ্মীপুর সড়কের মীরগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় দলটির ইতিহাস, এতিহ্য, সংগঠনের গনতন্ত্র, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং স্মার্ট বাংলাদেশ অনুষঙ্গ নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আয়োজিত এ কর্মী সভায় উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে বায়েজিদ ভূঁইয়া বলেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে মাদক-সন্ত্রাসমুক্ত সংগঠন গড়তে তৃণমূল থেকে পরিচ্ছন্ন যুবদের সংগঠনে আনা হচ্ছে। এতে করে আগামী দিনে যুবলীগ হবে গণমানুষের সংগঠন। যুবলীগের মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, পিছিয়ে থাকা মানুষদের সমাজের মূল স্রোতধারায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাবে দেশ।

আরও খবর

Sponsered content