চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ৫:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
3num weather

ঝড়ো হাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য ৩নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সেই সাথে অন্য সমুদ্রবন্দরগুলোকেও একই সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আরও খবর

Sponsered content

Powered by