দেশজুড়ে

লক্ষ্মীপুরে ২০ গ্রাম প্লাবিত

  প্রতিনিধি ২৭ মে ২০২৪ , ২:১৪:৩৪ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরে ২০ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় ‘রেমালের’ প্রভাবে লক্ষ্মীপুরে বৃষ্টি হচ্ছে। রোববার দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে ঝড়োহাওয়া বইছে। এদিকে মেঘনার অস্বাভাবিক জোয়ারের পানিতে রামগতি ও কমলনগর উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি কয়েক হাজার পরিবার।

রামগতির চরআবদুল্লাহ, বয়ারচর, তেলিরচর, চরগজারিয়া, বড়খেরী, কমলনগর উপজেলার লুধুয়া, মাতাব্বরহাট, নাছিরগঞ্জ, রায়পুর উপজেলার চরকাচিয়া, চরইন্দ্রুরিয়া, চরবংশী, চরজালিয়া ও চরখাসিয়া এবং সদর উপজেলার চরমেঘাসহ ২০টি এলাকা প্লাবিত।

বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং লক্ষ্মীপুর-৪ আসনের এমপি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। তারা জানান, মেঘনা উপকূলীয় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা তৈরি করে সহায়তা করা হবে।

আরও খবর

Sponsered content