রাজশাহী

শাহজাদপুরে ৫৬ জন সাংবাদিককে সম্মাননা প্রদান

  প্রতিনিধি ২৭ জানুয়ারি ২০২১ , ৫:০৯:৪৩ প্রিন্ট সংস্করণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ৫৬জন সাংবাদিককে সম্মাননা স্মারক ২০২১ প্রদান করা হয়েছে। শাহজাদপুর উপজেলার পৌর এলাকার দ্বারিয়াপুর মহল্লার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে কোভিট-১৯ কালীন সাংবাদিকতায় সম্মুখসারির যোদ্ধা হিসেবে ভূমিকা রাখায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর পৌর এলাকার রূপপুর মহল্লার মুক্ত মঞ্চে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী ও শাহজাদপুর উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তবর্ণ মডেল স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক মোক্তারুজ্জামান চৌধুরী। এতে বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক মঈন উদ্দিন, শ্যামল কুমার দত্ত, সাংবাদিক বিমল কুন্ডু, আতাউর রহমান পিন্টু, ওমর ফারুক, মুস্তাক আহমেদ, হাসানুজ্জামান তুহিন প্রমুখ। পরে অতিথিবৃন্দ সাংবাদিকদের ক্রেষ্ট ও পুষ্পমাল্য দিয়ে সম্মাননা প্রদান করেন।

 

আরও খবর

Sponsered content