বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে যোগ হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২০ , ১১:১৩:০৭ প্রিন্ট সংস্করণ

যাত্রীদের শরীর স্ক্যান করতে এবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো যোগ হতে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি-ফুল বডি এক্স রে। ফলে নিরাপত্তা তল্লাশীতে আর হাতের স্পর্শ দরকার পড়বে না, ফলে বিমানবন্দরে যাত্রী সেবা বাড়ার পাশাপাশি সময়ও বাঁচবে।

সংশ্লিস্টরা জানান, আগের প্রথাগত মেশিন শুধুমাত্র ধাতব কিছু শনাক্তে সক্ষম। কিন্তু এটি যোগ হলে ধাতব অধাতব যেকোন কিছুই মূহুর্তের মধ্যে শনাক্ত করতে পারবে। বিমান বন্দরের ব্যাগেজ স্ক্যানারের মতো এটিও শরীর স্ক্যান করবে। দুটোই এক্স-রে ব্যবহার করে কাজ করে।

জানা গেছে, আপাতত চারটি ফুল বডি স্ক্যানার বসানো হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন কর্মীদের প্রশিক্ষণ শেষে খুব শিগগিরই সেগুলো চালু করা হবে।

কর্মকর্তারা বলছেন, এটি যেমন সময় বাঁচাবে, তেমনি যেহেতু সরাসরি স্পর্শেরও আর দরকার হচ্ছে না তাই মানুষের কাজও কমিয়ে দেবে। শুধু মেশিনের ভেতরে গিয়ে পুরো শরীর স্ক্যান করার সুযোগ দিতে হবে। তাহলে যে শুধু জামা-কাপড়ের ভেতর কিছু থাকলে সেটাই দেখাবে তাই নয়, যদি শরীরের নিচেও কিছু লুকানো তাও শনাক্ত হবে এক্স রে-তে।

আরও খবর

Sponsered content

Powered by