দেশজুড়ে

শীতার্ত মানুষের পাশে ৩৭ বিজিবি রাজনগর জোন

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৫ , ৭:২১:২৯ প্রিন্ট সংস্করণ

শীতার্ত মানুষের পাশে ৩৭ বিজিবি রাজনগর জোন

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর জোনের আওতায়ভূক্ত এলাকায় বিজিবি রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর (চট্টগ্রাম) কর্তৃক পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে ।

২০ জানুয়ারি (সোমবার) উপজেলার রাজনগর জোনের  প্রশিক্ষণ ইউনিট মাঠে বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মোঃ শাহরিয়ার ইকবাল, রিজিয়ন কমান্ডার, রিজিয়ন সদর দপ্তর, চট্টগ্রাম কর্তৃক রাজনগর জোনের দায়িত্বপূর্ণ এলাকায় গরীব ও অসহায় শতাধিক পাহাড়ী ও বাঙ্গালীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাঙ্গামাটি এবং অধিনায়ক,  রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) উপস্থিত ছিলেন।

এসময়ে স্থানীয় শীতার্ত গরীব, হতদরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষগুলো বিজিবি জোন কর্তৃক শীতবস্ত্র (কম্বল) বিতরণকে  সাধুবাদ জানান এবং বিজিবি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

আরও খবর

Sponsered content