চট্টগ্রাম

তুমব্রু জিরো লাইনে মাইন বিস্ফোরণ বাংলাদেশী যুবক আহত

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৫:২২:২৯ প্রিন্ট সংস্করণ

বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমার ভূখন্ডে মাইন বিস্ফোরণে বাংলাদেশী এক যুবকের গুরুতর আহত হযওয়ার খবর পাওয়া গিয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ২টার দিকে মিয়ানমার সীমান্ত জিরোলাইন ঘেঁষে ৩৫ নং পিলারের কাছাকাছি গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে অন্যথাইন (২৫) তংচঞ্চগ্যা গুরুতর আহত হয় । সে তুমব্রু হেডম‍্যান পাড়ার অংক‍্যথাইন তঞ্চঙ্গ‍্যার ছেলে।

আহত যুবককে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতাল পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।গুরুতর হওয়ায় পরবর্তীতে চট্টগ্রামে রেফার করা হয়।

স্থানীয় পাড়ার হেডম্যান থাইনচাপ্রু জানান, মিয়ানমার সীমান্ত জিরোলাইনের ৩৫ নং পিলার কাছাকাছি চোরাই পথে গরু আনতে গেলে হঠাৎ মাইন বিস্ফোরণে অন্যথাইন তংচঞ্চ্যা নামে যুবকের পা উড়ে যায়। ঘটনায় একটি গরুও মারা যায় বলে জানান স্থানীয়রা ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ‍্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে এবং স্থানীয়দের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।

এদিকে, বিজিবি লোকজনদের সীমান্তের আশপাশে যেতে দিচ্ছনা। এ ঘটনার পর সীমান্তে বিজিবি টহল ও নজরদারি বাড়িয়ে দেয়া দিয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by