দেশজুড়ে

শেরপুরের নকলায় ঘরবাড়ি ভাঙ্গচুর, লুটপাট, থানায় অভিযোগ

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৪:২৮:৩২ প্রিন্ট সংস্করণ

নকলা(শেরপুর)প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলার গণপদ্দী ইউনিয়নের পিপড়িকান্দি গ্রামে ঘটনাটি ঘটেছে জানা যায়, গ্রামের সুরুজ্জামানের ভাগিনা ইসমাঈল হোসেন একটি চায়ের দোকানে কথা কাটাকাটি নিয়ে প্রতিবেশী ছাইফুলের সাথে ঝগড়া হয় এরই জের ধরে গতকাল আজ দফায় দফায় হামলা চালিয়েছে গ্রামের সঙ্গবদ্ধ চক্র বাবলু, মোফাজ্জল, তোফাজ্জল, মতলেব, তোতা মিয়াসহ শতাধিক লোক

জানা যায়, সন্ত্রাসীরা সুরুজ্জামানের দেড় একর জমির ৩টি মাছের প্রজেক্টে লক্ষ টাকার মাছ, ৫০ বস্তা মাছের খাদ্য, ১০ মন খৈল, ১০ বস্তা কুড়া, লুটে নেয় সেই সাথে বাড়ি ঘরে হামলা করে প্রায় ৩০ লক্ষ টাকা ক্ষতি করেছে সন্ত্রাসী চক্র সুরুজ্জামান, তার ছেলে জাহিদুল, জরুহুল পরিবারের সদস্য সুমন, রুপচান, খাদিজা, জেসমিন, স্বপন, এদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে উপর্যোপরী হামলা চালায় বর্তমানে তারা সকলেই চিকিৎসাধীন

ঘটনায় শেরপুরের নকলা থানায় একটি মামলা দায়ের করা হয় মামলা সূত্রে জানা যায়, পিপড়ি কান্দি গ্রামের মৃত জমসেদ আলীর পুত্র মোফাজ্জল হোসেন, বাবলু মিয়া, তোফাজ্জল হোসেন, তোতা মিয়া, ফজু মিয়ার পুত্র রাসেল, সাহেব আলীর পুত্র সাইফুল, নজরুলসহ নামধারী ২০জন অন্যান্য ভাড়াটিয়া শতাধিক ব্যক্তিকে সঙ্গে নিয়ে সুরুজ্জামানের ফলজ বাগান, ৫শতাধিক পেপে গাছ কেটে ফেলে, সুরুজ্জামানের ভাইয়ের বসত বাড়িতে হামলা করে লুটপাট করে ৩টি মাছের পুকুর থেকে মাছ মাছের খাদ্য লুটে নেয় এতে ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সুরুজ্জামান জানান

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ জানান, ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়ে তদন্ত চলছে

আরও খবর

Sponsered content

Powered by