রাজশাহী

শেরপুরে তিনটি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

  প্রতিনিধি ২৪ জুন ২০২১ , ৭:১৪:০৯ প্রিন্ট সংস্করণ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার শেরপুরে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয় তাতরা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান। বৃহস্পতিবার সকালে এ ভবনগুলোর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, শেরপুর থানার অফিসর ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজমুল হক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম ইফতেখার, শহর আ.লীগের সাধারণ সম্পাদক ও পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. রেজাউল করিম মজনু, কুসুম্বী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী সঞ্জু, হাপুনিয়া মহাবাগ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি মো. তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভুট্টো, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, কুসুম্বী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলন প্রমুখ।

Powered by