দেশজুড়ে

শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত ব্যক্তির বাসায় উপহার পাঠালেন পুলিশ সুপার

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ৩:০৮:৪১ প্রিন্ট সংস্করণ

শ্রীমঙ্গল প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল (২৪ এপ্রিল) ২৬ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। এই খবরে শ্রীমঙ্গলে পুরো উপজেলাজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে করোনার রিপোর্ট আসার সাথে সাথে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, শ্রীমঙ্গলকমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী ওই ব্যক্তির বাসায় যান

ঘটনাস্থলে যাওয়ার পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্বাভাবিক দেখতে পান। এসময় হ্যান্ড মাইকের মাধ্যমে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয় পাশাপাশি ওই বাসায় থাকা অন্যান্য ব্যক্তিদের আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। 

এদিকে ২৫ এপ্রিল শনিবার মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো.ফারুক আহমেদ পিপিএম (বার) ওই ব্যক্তির বাসায় উপহার হিসাবে ইফতার সামগ্রী পাঠান জেলা পুলিশ সুপারের পক্ষে এই ওই ব্যক্তির বাসায় উপহার সামগ্রী পৌঁছে দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান

এসময় সাথে ছিলেন পুলিশ পরিদর্শক তদন্ত সোহেল রানা পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কারকুন। এবিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান বলেন, জেলা পুলিশ সুপার ফারুক আহামেদ পিপিএম (বার) এর পাঠানো কিছু উপহার আমরা ওই ব্যক্তির বাসায় পৌছে দেই এবং ওই বাসাতে থাকা সবাইকে যেকোনো প্রয়োজনে ফোন করে জানানোর জন্য বলা হয়

তিনি আরো বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে তাদের জন্য সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে এবং এবিষয়ে কাউকে আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ব্যক্তির করোনা প্রতিটি পাওয়া গেছে ওই ব্যক্তি এখন স্বাভাবিক আছেন অল্প কিছুদিনের মধ্যে ওই ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলেও তিনি আশা প্রকাশ করেন

আরও খবর

Sponsered content

Powered by