দেশজুড়ে

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের মানববন্ধন

  প্রতিনিধি ৬ অক্টোবর ২০২১ , ৬:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:

সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে শিক্ষাথীরা। গতকাল বুধবার বেলা ১১ টায় মহানগরীর কামারুজ্জাামন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে মাধ্যমিক ইস্কুল সার্টিফিকেট (এসএসসি) ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা। এ সময় মহানগর শিক্ষার্থী এর ব্যানারে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা বলেন, কোভিড-১৯ এর কারণে বর্তমান দশম শ্রেণীর শিক্ষার্থীরা নবম শ্রেণীতে সারাবছর শিক্ষালাভের জন্য ক্ষতি হয়েছে।

এমন পরিস্থিতিতে সংক্ষিপ্ত সিলেবাসের দাবি জানানো হয়। এদেশের শিক্ষর্থীদের একমাত্র আস্থা ও ভরসার ঠিকানা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আমরা এসএসসি-২০২২ এর শিক্ষার্থী, কোভিড-১৯ এর কারণে আমরা নবম শ্রেণীতে উপযুক্ত পড়াশোনা করতে পারিনি। যার ফলে আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অনেকটাই পিছিয়ে পড়েছি। তাই আপনার নিকট দাবি আমরা আমাদের সিলেবাস সংক্ষিপ্ত চাই।

আমরা চাই পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে আগাম সহজ সরল সংক্ষিপ্ত নির্দেশনা। মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন শাহরিয়ার আহমেদ সোহান, তানভির রহমান বিশাল, আহমেদ সাদনান, শামীম প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by