বাংলাদেশ

২৫ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় পথযাত্রার ঘোষণা বিএনপির

  প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:১১:১৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সকল জেলায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিদ্যুৎ, গ্যাস এবং চাল, ডাল, তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও দমন-নিপীড়নের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি ও গণ-বিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে এ পদযাত্রা ঘোষণা করা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিবৃতির মাধ্যমে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী জেলা পর্যায়ে পদযাত্রা সফল করে গণবিরোধী সরকার সৃষ্ট জনদুর্ভোগের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি আদায়ে চলমান গণ-আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন ।

উল্লেখ্য, আজ দেশব্যাপী মহানগর পদযাত্রায় নেতৃত্ব থাকা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবরা স্ব স্ব পদযাত্রা কর্মসূচি থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও খবর

Sponsered content

Powered by