বাংলাদেশ

সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

  প্রতিনিধি ২৯ মার্চ ২০২২ , ৮:১০:১২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুনের হাতে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ তুলে দেওয়া হয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনজীদা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন।  

ঢাকায় ভারতীয় হাইকমিশনের পৃথক টুইটে বিষয়টি জানানো হয়েছে। সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেওয়ার ছবিও প্রকাশ করেছে তারা।

প্রথম টুইটে সম্মাননা তুলে দেওয়ার তিনটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে- শিল্পকলায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকে সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেন বিক্রম দোরাইস্বামী। ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যগত কারণে ভারতে অনুষ্ঠিত পদ্মশ্রী প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সনজীদা খাতুন।

আরেক টুইটে সনজীদা খাতুনের একটি ছবির সঙ্গে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে।

সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।

আরও খবর

Sponsered content

Powered by