আইন-আদালত

সন্ধ্যায় দ্বিতীয় দফা বৈঠকের জন্য প্রস্তুত রাশিয়া

  প্রতিনিধি ২ মার্চ ২০২২ , ৬:১৫:৩৯ প্রিন্ট সংস্করণ

সোমবার বেলারুশের গোমেলে রাশিয়া-ইউক্রেন প্রথম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

ভোরের দর্পণ ডেস্ক:

ইউক্রেনে আগ্রাসনের পরিপ্রেক্ষিতে দেশটির সঙ্গে আজ বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দফা আলোচনার জন্য প্রস্তুত রাশিয়ার প্রতিনিধি দল।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ কথা বলেছেন।

পেসকভ বলেন, ‘আজ দিনের দ্বিতীয়ার্ধে সন্ধ্যার দিকে আমাদের প্রতিনিধি দল ইউক্রেনীয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য অপেক্ষা করছে।’

এর আগে গত সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের গোমেলে প্রথম দফা আলোচনায় বসেন।

তবে আজকের বৈঠক কোথায় হতে পারে তা উল্লেখ করেননি পেসকভ।

বৈঠকের বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আগের বৈঠকে উভয় পক্ষ কোনো সিদ্ধান্তে না পৌঁছালেও, আবার আলোচনায় বসার বিষয়ে সম্মত হয়েছিল।

ইউক্রেনের মিডিয়া আউটলেট গ্লাভকম সে দেশের প্রতিনিধি দলের বরাত দিয়ে জানায়, প্রথম বৈঠকে রাশিয়া ইউক্রেনকে সংসদ থেকে নিরপেক্ষ থাকার অনুমতিপত্র নিতে এবং এ বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রতিশ্রুতি দিতে বলেছে।

এছাড়া, ইউক্রেনকে দোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্রিমিয়া ফেরত পাওয়ার দাবি প্রত্যাহার করতে বলেছে রাশিয়া।

প্রথম বৈঠকে ইউক্রেন যুদ্ধবিরতি এবং তার ভূখণ্ড থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছিল।

দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে প্রায় ৫ ঘণ্টা আলোচনা হয়।

ভ্লাদিমির মেডিনস্কি রাশিয়ান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন।

কিয়েভের প্রতিনিধি দলে প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি রেজনিকভ, ক্ষমতাসীন সার্ভেন্ট অফ দ্য পিপল গ্রুপের প্রধান ডেভিড আরাখামিয়া এবং উপ-পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই তোচিটস্কিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by