বাংলাদেশ

সমালোচনা আর বিতর্কের পরেও ইভিএম কিনতে প্রকল্প অনুমোদন

  প্রতিনিধি ১৯ সেপ্টেম্বর ২০২২ , ৪:৪০:২১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্কঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) নতুন এক প্রকল্পের অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার নির্বাচন কমিশনের এক সভায় এ অনুমোদন দেওয়া হয়।

ইসি জানায়, প্রায় দুই লাখ নতুন ইভিএম কেনা ও সর্বোপরি ১৫০ আসনে ইভিএম ব্যবহারে প্রকল্পটির জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭১১ কোটি টাকা।

কমিশনের সভা শেষে নির্বাচন কমিশনার মো. আলমগীর সংবাদ সম্মেলনে জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ইভিএম প্রকল্পটি পরিকল্পনা করা হয়েছিল তা অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেই বাকি কার্যক্রম শুরু করা হবে।

কমিশনের আজকের এই সভায় সিইসি হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার আহসান হাবীব খান। এতে বাকি তিন কমিশনার ও ইসি সচিবসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে কমিশন সভায় ইভিএম প্রকল্পটির বিষয়ে প্রস্তাব উত্থাপিত হলেও কোনো সিদ্ধান্ত ছাড়া সেদিন সভা মুলতবি করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by