আন্তর্জাতিক

সর্বনাশ হয়ে গেছে, ২ জেলা ধ্বংস: মমতা

  প্রতিনিধি ২১ মে ২০২০ , ৩:৪৫:৩৯ প্রিন্ট সংস্করণ

ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে তাণ্ডব চালিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রথম সুপার সাইক্লোন আম্পান। আম্পানের তাণ্ডবের বিষয়ে আলাপকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, ‘রাজ্যের সর্বনাশ হয়ে গেল, দুই ২৪ পরগনা ধ্বংস হয়ে গিয়েছে। বাড়িঘর, নদীর বাঁধ ভেঙে গিয়েছে। ফসলে ক্ষেত ভেসে গিয়েছে।’

আনন্দবাজার বলছে বুধবার (২০ মে) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় মুখ্যমন্ত্রী মমতা জানান, আম্পানের তাণ্ডবে রাজ্যের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ থেকে ১২ জনের প্রাণহানি খবর এসেছে। রাজ্যের পাথরপ্রতিমা, নামখানা, বাসন্তী, কুলতলি, বারুইপুর, সোনারপুরে যে খবর এসেছে তা ভয়াবহ। তবে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে ৩ থেকে ৪দিন লেগে যাবে। একদিনের মধ্যেও কয়েক লাখ মানুষকে সরাতে পেরেছি, তাই ক্ষয়ক্ষতি কিছুটা ঠেকানো গিয়েছে । 

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন এলাকা ধ্বংস হয়ে গিয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। প্রশাসন ও সাধারণ মানুষের সাহায্যে প্রায় পাঁচ লাখ মানুষকে সরাতে পেরেছি। আম্পানের তাণ্ডবে ধ্বংসের পুরো চিত্র বুঝতে ১০ থেকে ১২ দিন লেগে যাবে।

আরও খবর

Sponsered content