রংপুর

সাঁওতালি ভাষায় পথ নাটক

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২২ , ৭:৫৮:০৯ প্রিন্ট সংস্করণ

 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

সামাজিক কুসংস্কার দূর করে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসীদের নিজ ভাষায় পথ নাটক অনুষ্ঠিত হয়েছে । বেসরকারি এনজিও সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় পথ নাটক “এভেন” ।

রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার দাউদপুর ইউপির হাসারপাড়া আদিবাসী পল্লীর গীর্জা চত্বরে এ নাটক প্রদর্শন করা হয় । বেসরকারি এনজিও সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) এর প্রসপারিটি প্রকল্প ইউনিটের আয়োজনে ও বেসরকারি সংস্থা এফসিডিও ও এবং পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় নাটকটি মঞ্চস্থ করা হয় ।

স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাটকে আদিবাসীদের শিক্ষার মান উন্নয়ন, স্যানিটাইজেশন, সামাজিক ও অর্থনৈতিক বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়।

নাটকের রচয়িতা ও নির্দেশক নিশি সরেন জানান, সান্তালী ভাষায় আদিবাসীদের নিয়ে কোন নাটক দেশে এটিই প্রথম । সান্তালী ভাষায় “এভেন”এর বাংলা অর্থ জাগ্রত । আদিবাসীদের সামাজিক সচেতনতা সৃষ্টি করতে এ নাটক মঞ্চস্থ করা হয়েছে।

এনজিও সংস্থা জিবিকের টেকনিক্যাল কর্মকর্তা জিমি হাসদা জানান, দীর্ঘদিনের চেষ্টায় মহান ভাষার মাসে আদিবাসীদের নিজের ভাষায় নাটকটি প্রদর্শন করতে পেরে ভালো লাগছে ।

আরও খবর

Sponsered content

Powered by